শিক্ষা সচিবকে ফুলেল শুভেচ্ছা জানাল নন-এমপিও ঐক্য পরিষদ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৮:১৩ | অনলাইন সংস্করণ

  বিশেষ সংবাদদাতা:

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে সম্মিলিত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে এই শুভেচ্ছা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া, মূখ্য সমন্বয়ক অধ্যক্ষ নাজমুস শাহাদাত আজাদী, অধ্যক্ষ দবিরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুভেচ্ছা বিনিময়ের সময় নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের নানাবিধ সমস্যা ও দীর্ঘদিনের দাবিদাওয়ার বিষয়গুলো সচিবের কাছে তুলে ধরা হয়।

ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের হাজারও নন-এমপিও শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে নানা সমস্যার মধ্যে জীবনযাপন করছেন। তাদের ন্যায্য প্রাপ্য এমপিওভুক্তির দাবি বারবার আলোচনায় আসলেও এখনো বাস্তবায়ন হয়নি। শিক্ষকরা জাতি গঠনের কারিগর হলেও তাদের ন্যূনতম সম্মানী বা আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় অনেকেই হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন।

তারা আশা প্রকাশ করেন, নতুন সচিব দায়িত্ব নেওয়ার পর নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের সমস্যাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করবেন এবং শিক্ষা মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবে।

সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম শুভেচ্ছা জানানোর জন্য ঐক্য পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “শিক্ষকরা জাতির আলোকবর্তিকা। আপনাদের সমস্যাগুলো আমি গভীরভাবে অনুধাবন করছি। সরকারের পক্ষ থেকেও শিক্ষা খাতে উন্নয়ন এবং শিক্ষক কল্যাণে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে। আপনারা আশা হারাবেন না, ইতিবাচক পরিবর্তন আসবে।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ নন-এমপিও শিক্ষকদের দাবি-দাওয়া দ্রুত বাস্তবায়নে সচিবের হস্তক্ষেপ কামনা করেন।

 

আমার বার্তা/এমই