ভিকারুননিসায় হিজাব নিয়ে বিতর্কের ঘটনায় রামেক শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৮:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের ষষ্ঠ শ্রেণির ২২ শিক্ষার্থীকে হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেয়ার ঘটনার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজের নারী শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে কলেজ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে শিক্ষার্থীরা বলেন, ‘হিজাব মুসলিম নারীদের অধিকার এবং আল্লাহর নির্দেশ। হিজাব পরার কারণে কাউকে লাঞ্ছিত করা বা অপমানজনক মন্তব্য করার অধিকার কারও নেই।’
তাদের অভিযোগ, বোরকা বা হিজাব পরায় অনেক সময় শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল কিংবা রাস্তাঘাটেও কটূক্তির শিকার হতে হয়।
এদিকে ভিকারুননিসা স্কুলের শিক্ষার্থীদের হিজাব পরায় ক্লাস থেকে বের করে দেয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে কর্তৃপক্ষ।
রোববার (২৪ আগস্ট) বসুন্ধরা আবাসিক এলাকার প্রভাতী শাখায় ষষ্ঠ শ্রেণির ২০ থেকে ২২ জন শিক্ষার্থী হিজাব পরে আসেন। শেষ পিরিয়ডে ইংরেজি শিক্ষক ফজিলাতুন নাহার তাদের ক্লাস থেকে বের করে দেন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে খারাপ ব্যবহারও করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা।
আমার বার্তা/এল/এমই