মাইলস্টোন ট্রাজেডি: সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১১:০২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্তের ১৩ দিন পর আজ থেকে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্লাস শুরু হচ্ছে৷
সোমবার (০৪ আগস্ট) আজ শুধুমাত্র নবম, দশম এবং দ্বাদশ শ্রেণির শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে৷ সকাল ৮টা থেকে দিয়াবাড়ির ক্যাম্পাসে প্রবেশ করেছে শিক্ষার্থীরা৷ আগে থেকে চলা নবম এবং দশম শ্রেণির অবশিষ্ট ষান্মাসিক ও প্রি টেস্ট পরীক্ষা নেয়া হচ্ছে আজ৷
এছাড়া আংশিকভাবে শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণির ক্লাস৷ ভয়াবহ এ দুর্ঘটনার পর এখনো আতঙ্ক কাটেনি শিক্ষার্থীদের৷ মর্মান্তিক এ ঘটনার স্মৃতিচারণ করে অনেকে এখনও আঁতকে উঠছেন৷ তবে পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে ক্লাস শুরুর প্রয়োজনীয়তা আছে বলে জানান অভিভাবক ও শিক্ষার্থীরা৷
এদিকে কলেজ সেকশনের কার্যক্রম আজ থেকে শুরু হলেও সহসাই শুরু হচ্ছে না প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম৷ এখনো স্কুলসহ বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকদের মানসিক ট্রমা কাটানোর৷
গত ২১ জুলাই দুপুর ১টার দিকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দিয়াবাড়ি শাখার হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান৷ মুহূর্তে আগুন ধরে গেলে বহু হতাহতের ঘটনা ঘটে৷ এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত প্রায় অর্ধশত এখনও চিকিৎসাধীন আছে বলে সরকারি তথ্যে জানানো হয়েছে।
আমার বার্তা/এল/এমই