একই কেন্দ্রের ৭ পরীক্ষার্থীর মধ্যে ৫ জনই বহিষ্কার

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১৮:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় নকলের দায়ে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিত বিষয়ের পরীক্ষার সময় এ ঘটনা ঘটে। মোট সাতজন পরীক্ষার্থীর মধ্যে পাঁচজনকে নকলের অভিযোগে বহিষ্কার করা হয়।

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম নিজ গাড়ি রেখে হেঁটে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন। তিনি সরেজমিনে নকলের ঘটনা নিশ্চিত হওয়ার পরপরই তাৎক্ষণিকভাবে অভিযুক্ত পরীক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুল ইসলাম বলেন, ওই কেন্দ্রে মাত্র ৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলেন। সার্চ করে ৫ জনের কাছে নকল পাওয়া যায়। তাই এদেরকে বহিষ্কার করা হয়েছে।

ফাজিল মাদরাসার কেন্দ্রসচিব মো. সাদিকুল ইসলাম বলেন, পরীক্ষার্থী সংখ্যা কম হওয়ায় ওই কক্ষে দুজন শিক্ষক নিয়োজিত ছিলেন। তাদের অসতর্ক মুহূর্তেই নকলের ঘটনা ঘটে।

 

আমার বার্তা/এল/এমই