জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলি টু মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড শুরু
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি করা শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড শুরু হয়েছে।
আগামী ৩০ জুন পর্যন্ত রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করা যাবে। সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ নিচের করণীয় ও সময়সূচি অনুসরণ করে ইস্যু করা রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন।
রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার নিয়ম
১. ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করতে সংশ্লিষ্ট কলেজগুলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions/regicard) লিংকে যেতে হবে। পরবর্তীকালে College Login অপশনে গিয়ে (ক্রমিক-২–এর নির্দেশনা অনুযায়ী প্রাপ্ত) User ID ও Password ব্যবহার করে রেজিস্ট্রেশন কার্ড Download করে প্রিন্ট নিতে হবে।
কলেজ কর্তৃপক্ষকে রেজিস্ট্রেশন কার্ডের প্রিন্ট কপিতে প্রদর্শিত সব তথ্য ও ছবি মিলিয়ে দেখতে হবে। সব তথ্য ও ছবি সঠিক থাকলে রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থী এবং কলেজ অধ্যক্ষ নির্দিষ্ট স্থানে স্বাক্ষর করেন। এ ছাড়া শিক্ষার্থীর ছবির ওপর সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ স্বাক্ষর ও সিল প্রদান করবেন। উল্লেখ্য যে রেজিস্ট্রেশন কার্ডে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ছবি ব্যতীত অন্য কোনো ছবি প্রদর্শিত হলে উক্ত শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।
২. যেসব কলেজ রেজিস্ট্রেশন কার্ড Download করার জন্য Password সংগ্রহ করে নাই, তাদের কলেজ কোড, কলেজের নাম, ঠিকানা, নিবন্ধিত মুঠোফোন নম্বর ও সঠিক ই-মেইল অ্যাড্রেসসহ ডিন দপ্তরের অফিশিয়াল ই-মেইল ([email protected]) এ আবেদনপত্র প্রেরণ করতে হবে। পরবর্তী সময় সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে User ID ও Password প্রেরণ করা হবে। পরবর্তী সময় সংশ্লিষ্ট কলেজের ই-মেইলে User ID ও Password প্রেরণ করা হবে। উল্লেখ্য যে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করার জন্য সংশ্লিষ্ট কলেজগুলোতে যে User ID ও Password দেওয়া হয়েছে, তা বহাল থাকবে।
৩. ২০২১-২২ শিক্ষাবর্ষে অথবা তার আগে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) ভর্তি কার্যক্রম সম্পর্কিত কোনো ফি বকেয়া থাকলে সংশ্লিষ্ট কলেজে রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না।
৪. মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামের অধীন ভর্তি হয়ে থাকলে তাঁর রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করা হবে না। এখানে উল্লেখ্য, ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তি করা কোনো শিক্ষার্থী নিজ ছবি ব্যতীত অন্যের ছবি দিয়ে ভর্তি হয়ে থাকলে ওই শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। সে ক্ষেত্রে ছবি পরিবর্তনের জন্য আবেদন গ্রহণযোগ্য হবে না।
৫. জেনে রাখুন: ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ইস্যু করা রেজিস্ট্রেশন কার্ডে শিক্ষার্থীর নিজের নাম/মাতা–পিতার নামে কোনো ভুল থাকলে কার্ড ইস্যুর পরবর্তী এক মাসের মধ্যে তা সংশোধনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আমার বার্তা/এল/এমই