মাউশি অধিদপ্তরের নতুন কলেজ পরিচালক অধ্যাপক হান্নান
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১৭:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শিক্ষা প্রশাসনের শীর্ষ দপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কলেজ ও প্রশাসন শাখার নতুন পরিচালক হিসেবে পদায়ন পেয়েছেন অধ্যাপক বি এম আব্দুল হান্নান। এর আগে তিনি অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত ছিলেন।
রোববার (৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ সচিব মো. মাহবুব আলমের সই করা এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
গত ৫ আগস্টের পর মাউশির মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ পদত্যাগ করার পর অধিদপ্তরের (কলেজ ও প্রশাসন) প্রফেসর রেজাউল করিমকে অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের পদে পদায়ন করা হয়। এরপর থেকে পরিচালক পদটি শূন্য ছিল।
আমার বার্তা/এমই