জেলা জেলায় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ১৮:১৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ : ফাইল ছবি

বিগত আওয়ামী লীগ সরকারের শেষ দিকে জেলায় জেলায় প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। শিগগিরই বিশ্ববিদ্যালয়গুলোর পরিবর্তিত নামে গেজেট প্রকাশ করা হবে।

শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে শিক্ষা উপদেষ্টা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত আওয়ামী আমলের শেষ দিকে অনেকটা অপরিকল্পিতভাবে এসব বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। জেলায় জেলায় স্থাপিত বিশ্ববিদ্যালয়গুলোর একই নামকরণ বিভ্রান্তিরও সৃষ্টি করছে। বঙ্গবন্ধুর নাম ব্যবহারের বাহুল্য তাঁর মর্যাদা বৃদ্ধি না করে তাঁকে খাটোই করা হয়।’ তিনি বলেন, ‘বহুদিনের প্রতিষ্ঠিত কোনও শিক্ষা প্রতিষ্ঠানের নাম বদলানের চিন্তা নেই। সবগুলো জেলায় একই নামে হলে তো কিছুই বোঝা যাচ্ছে না। এ জন্য দুটি বাদে সবগুলো জায়গার (স্থানীয়) নামে করা হয়েছে। দু’টি বিশ্ববিদ্যালয় জাতীয় পর্যায়ের বলে বাংলাদেশ করা হয়েছে।’

কবে নাগাদ গেজেট প্রকাশ হতে পারে জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের আলাদা আলাদা আইন আছে, সেগুলো দেখতে হবে। নাম পরিবর্তনের ব্যাপারে সরকারের উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে।’  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে কিশোরগঞ্জ  বিশ্ববিদ্যালয়, নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম করা হয়েছে নওগাঁ বিশ্ববিদ্যালয়, মেহেরপুরে মুজিনগর বিশ্ববিদ্যালয়কে মেহেরপুর বিশ্ববিদ্যালয়, গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়কে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জামালপুরে শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়কে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নারায়ণগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এছাড়া গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইন বিশ্ববিদ্যালয়কে মেরিটাইম ইউনিভাসির্টি বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড আরোস্পেস বিশ্ববিদ্যালয় নামকরণ করা হয়েছে।


আমার বার্তা/এমই