কারিগরি শিক্ষকদের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড়
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর-২০২৪ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা রাষ্ট্রায়ত্ত সরকারি ব্যাংক থেকে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত বেতন-ভাতার সরকারি অংশ তুলতে পারবেন।
রোববার (৮ ডিসেম্বর) কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতন ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট সর্বমোট ১২টি চেক অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক প্রধান কার্যালয়/স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
বেতন ভাতা উত্তোলনের সুবিধার্থে বেতন ভাতা সংশ্লিষ্ট এমপিও শিটের সফট কপি কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের এমপিও পোর্টালের নোটিশ বোর্ড আপলোড করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপক ও প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও শিট ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
উল্লেখ্য, প্রতি মাসে সরকার ব্যাংকের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতনের একটি অংশ পরিশোধ করে। তবে এর কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা নেই বলে শিক্ষকদের আগ্রহে থাকে কবে এমপিও চেক ছাড় করা হবে। এমপিও হলো মান্থলি পে-অর্ডার বা মাসিক বেতন আদেশ, যার মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের বেতন ওই প্রতিষ্ঠানের বদলে পরিশোধ করে সরকার।
আমার বার্তা/এমই