দাম কমলো জেট ফুয়েলের
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন দর নির্ধারণের বিষয়টি জানানো হয়েছে। যা কার্যকর হয়েছে ১০ সেপ্টেম্বর রাত ১২ টা থেকে।
এতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে জেট এ-১ ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ প্রতি লিটারে ৯৯ টাকা ৬২ পয়সা থেকে কমিয়ে ৯৬ টাকা ০৯ পয়সা করা হয়েছে। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে শুল্ক ও মূসক ছাড়া প্রতি লিটার দশমিক ৬৫০২ ডলার থেকে কমিয়ে দশমিক ৬৩৩৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত আগস্টে বাড়ানো হয়েছিল জেট ফুয়েলের দাম। সে সময় প্রতি লিটার জেট ফুয়েল ৯৮ টাকা ২ পয়সা থেকে বাড়িয়ে ৯৯ টাকা ৬৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম দশমিক ৬৪০১ ডলার থেকে বাড়িয়ে দশমিক ৬৫০২ ডলার নির্ধারণ করা হয়েছিল।
অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতা ও আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতারা হলো- চট্টগ্রামের হযরত শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর ও ভবিষ্যতে চালুতব্য বিমানবন্দর।
আমার বার্তা/এল/এমই