পুঁজিবাজারে প্রথম ঘণ্টায় অধিকাংশ শেয়ারের দর বেড়েছে

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ও শরিয়াহ কোম্পানিগুলোর সূচক বাড়লেও কমেছে বাছাই করা ৩০ শেয়ারের সূচক। তবে লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর বেশিরভাগেরই দর বেড়েছে। সূচকের পাশাপাশি লেনদেনে ধীরগতি দেখা যচ্ছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজারের ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে এক হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে। তবে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ২ হাজার ১৮৬ পয়েন্টে উঠেছে।

প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮৫টির। বিপরীতে কমেছে ১৩৯টির। আর ৬৭টির দর অপরিবর্তিত ছিল।

আজ বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে মোট ৩৪৮ কোটি ৭৭ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। সোমবার এ সময় পর্যন্ত ৪৬৭ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে আজ প্রথম ঘণ্টায় লেনদেন কমেছে ১১৮ কোটি ৩৫ লাখ টাকা।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। এই সময় পর্যন্ত কোম্পানিটির মোট ১৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল প্রথম ঘণ্টায় ৩০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল রবি আজিয়াটা।
 
আমার বার্তা/এল/এমই