কর্পোরেট হেড অফিসের জন্য ভবন কিনবে ডাচ-বাংলা ব্যাংক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৩:১৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ তাদের কর্পোরেট হেড অফিসের জন্য রাজধানীর মতিঝিলে ২১.৫তলা বিশিষ্ট একটি বাণিজ্যিক ভবন কেনার সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আনুমানিক ব্যয় হবে ১ হাজার ১৬ কোটি ২১ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাধ্যমে বুধবার (২৭ আগস্ট) এই তথ্য জানিয়েছে ব্যাংকটি।
ব্যাংকটি জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকে পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানীর ৪৭ মতিঝিল বাণিজ্যিক এলাকায় প্রস্তাবিত এই ভবনের আয়তন হবে ২ লাখ ৭ হাজার ৩৪০ বর্গফুট। এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৩০০ বর্গফুট মেঝে এবং ৩১ হাজার ৪০ বর্গফুট বেজমেন্ট। এই প্রস্তাব অনুমোদনের জন্য এখন বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করবে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের সম্মতি পেলে এই ভবনে ব্যাংকটির কর্পোরেট প্রধান কার্যালয় গড়ে উঠবে।
আমার বার্তা/এল/এমই