টিসিবিতে দুর্নীতির অভিযোগ তুলনামূলক কম: বাণিজ্য সচিব
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১৬:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঊর্ধ্বমুখী পেঁয়াজের দাম কমাতে সরকারি কৌশলের সুফল মিলেছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে সরকারি বিপণন সংস্থা টিসিবির করপোরেট ট্রেডিং প্রোফাইলের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সরকারি অন্যান্য কার্যক্রমের তুলনায় টিসিবিতে দুর্নীতির অভিযোগ তুলনামূলক কম মন্তব্য করে সচিব বলেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে গেলেও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম কমবে না।
তিনি জানান, আলু চাষিরা যেন ন্যায্যমূল্য পান সেদিকেও টিসিবির নজর রয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এল/এমই