প্রিমিয়ার ব্যাংকের পর্ষদ ভেঙে পুনর্গঠন করে দিলো কেন্দ্রীয় ব্যাংক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১৩:১৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে পুনর্গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক ও সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিক এ তথ্য জানিয়েছেন।
 
তিনি জানান, প্রিমিয়ার ব্যাংকের বোর্ড ভেঙে ছয় সদস্যের নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেয়া হয়েছে। নতুন গঠিত ছয় সদস্যের এই পর্ষদে আগের কোনো পরিচালককে রাখা হয়নি।
 
করপোরেট গভর্ন্যান্স ও কার্যকর নীতি বাস্তবায়নে ঘাটতি, ঋণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থতা এবং সার্বিকভাবে সুশাসনের অভাবে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড পুনর্গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ এর ধারা ৪৭ এর বিধানের আলোকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই আইনের অধীনে বাংলাদেশ ব্যাংক কোনো বোর্ডের কার্যকলাপ ব্যাংক কোম্পানি বা তার আমানতকারীদের স্বার্থের পরিপন্থি বা ক্ষতিকর, জনস্বার্থে বোর্ড ভেঙে দেয়া বা পুনর্গঠন করার ক্ষমতা রাখে। এর মাধ্যমে ব্যাংকিং খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করা হবে।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, গঠিত এই নতুন পর্ষদে রয়েছেন পাঁচজন স্বতন্ত্র পরিচালক এবং একজন উদ্যোক্তা পরিচালক। ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদে পরিচালক করা হয়েছে উদ্যোক্তা পরিচালক ডা. আরিফুর রহমানকে।
 
এছাড়া স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. ফোরকান হোসেন, ইউসিবি ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরিদুল ইসলাম, ব্যাংক এশিয়ার সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক শেখ মোর্শেদ জাহান এবং প্রাইম ইন্স্যুরেন্সের স্বতন্ত্র পরিচালক এম নুরুল আলম এফসিএস।
 
তবে নতুন এই পর্ষদে এখনো কাউকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়নি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী বোর্ড সভায় পর্ষদের সদস্যদের মধ্য থেকে একজনকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।

আমার বার্তা/এল/এমই