মুক্ত বাণিজ্য চুক্তি চায় বাংলাদেশ-থাইল্যান্ডের ব্যবসায়ীরা

প্রকাশ : ০৯ জুলাই ২০২৫, ১৯:৩৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ ও থাইল্যান্ডের ব্যবসায়ীরা দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। তাদের মতে, দক্ষিণ-পূর্ব ও এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়াতে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (০৯ জুলাই) রাজধানীর গুলশানে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক যৌথ সভায় এ আহ্বান জানানো হয়। 

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান। এতে রয়েল থাই অ্যাম্বাসির চার্জ দি অ্যাফেয়ার্স মি. পানম থংপ্রায়ুনসহ দুই দেশের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভায় হাফিজুর রহমান বলেন, থাইল্যান্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, আর বাংলাদেশে রয়েছে দক্ষ ও তরুণ জনশক্তি। এই দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগে বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রক্রিয়াজাত খাদ্য, পর্যটন, স্বাস্থ্যসেবা, ওষুধ, অবকাঠামো, জ্বালানি এবং হালকা প্রকৌশল খাতে যৌথভাবে কাজ করা যেতে পারে।

তিনি আশা প্রকাশ করেন, মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে আমদানি-রপ্তানি ও বিনিয়োগ আরও সহজ ও গতিশীল হবে।

থাই দূতাবাসের প্রতিনিধি পানম থংপ্রায়ুন বলেন, দুই দেশের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে থাইল্যান্ড ও বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে। এই সভার মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- থাই-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি শামস মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি মো. মুনির হোসেন, এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি প্রমুখ।


আমার বার্তা/এমই