বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীদের মধ্যে নেটওয়ার্কিং সভা

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১৬:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঔষধ, সার্জিক্যাল পণ্য, ইলেক্ট্রনিকস সামগ্রী ও শিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশসহ বিভিন্ন খাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যৌথ উদ্যোগের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে বলে মত দিয়েছেন দুই দেশের ব্যবসায়ী ও উদ্যোক্তারা।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত এক নেটওয়ার্কিং সভায় এই আশাবাদ ব্যক্ত করা হয়। সভার আয়োজন করে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এতে অংশ নেন ঢাকায় সফররত পাকিস্তানি ব্যবসায়ী প্রতিনিধি দল এবং স্থানীয় উদ্যোক্তারা।

সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই-এর প্রশাসক মোঃ হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ।

হাফিজুর রহমান বলেন, “দুই দেশের মধ্যে মোটর, ইলেক্ট্রনিকস ও শিল্প যন্ত্রাংশ খাতে সহযোগিতার সুযোগ রয়েছে। সেইসঙ্গে টেক্সটাইল, ঔষধ ও সার্জিক্যাল পণ্য খাতেও যৌথভাবে কাজ করা যেতে পারে।”

তিনি জানান, এফবিসিসিআই এবং পাকিস্তানের এফপিসিসিআই ভবিষ্যতে যৌথভাবে বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে উদ্যোগ নেবে।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ বলেন, “বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক অম্লেচিত সম্ভাবনা রয়েছে। এ জন্য দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।”

সভায় আরও বক্তব্য দেন এফবিসিসিআই-এর সাবেক পরিচালক নাসরিন ফাতেমা আউয়াল, মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক উইংয়ের প্রধান মো. জাফর ইকবাল এনডিসি এবং অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় উভয় দেশের প্রতিনিধিরা যৌথ উদ্যোগে প্রকল্প গ্রহণ ও বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।


আমার বার্তা/এমই