অর্থবছরের শুরুতেই মোংলা বন্দরে একসঙ্গে চার বিদেশি জাহাজ
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১০:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

২০২৪–২৫ অর্থবছরে পণ্য পরিবহন, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি ও আয়ের লক্ষ্যমাত্রা সফলভাবে অতিক্রম করেছে মোংলা সমুদ্রবন্দর। নতুন অর্থবছরের শুরুতেই একসঙ্গে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ বন্দরের জেটিতে পণ্য খালাস করছে, যা নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাকরুজ্জামান জানান, মঙ্গলবার (১ জুলাই) রাতেই ৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউজ কনটেইনার নিয়ে নোঙর করে সিঙ্গাপুর পতাকাবাহী জাহাজ ‘এমভি কোটা রেস্টু’। ৬ নম্বর জেটিতে চিটাগুড় নিয়ে আসে পানামার পতাকাবাহী ‘এমটি হাইয়ং’, ৭ নম্বর জেটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ নিয়ে ভিড়ে সিয়েরা লিওনের ‘এমভি হিস্ট্রি এডওয়ার্ড’ এবং ৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির মালামাল নিয়ে আসে পানামার ‘এমভি ডি এস প্রপার্টি’। একই রাতে এই চারটি জাহাজ পণ্য খালাস শুরু করে।
তিনি আরও জানান, এ সময় বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ায় ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টিসহ মোট ১৪টি বিদেশি জাহাজ বন্দরের পোর্ট লিমিটের মধ্যে পণ্য খালাস করছিল। এসব জাহাজে রয়েছে রূপপুর ও পাওয়ার গ্রিড প্রকল্পের মেশিনারিজ, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর এবং সিমেন্ট তৈরির কাঁচামাল।
মোংলা ইস্টিভিডরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেন, ‘বর্তমানে মোংলা বন্দর একটি পরিবেশবান্ধব ও সম্ভাবনাময় বন্দর হিসেবে ব্যবসায়ীদের কাছে গৃহীত হচ্ছে। অন্য বন্দরগুলোর তুলনায় এখানে সুযোগ-সুবিধা বেশি দেয়া হলে আরও নতুন ব্যবসায়ী আগ্রহী হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের বিগত ১৭ বছরে যারা এ বন্দর ব্যবহার করে অপচয় ও দুর্নীতি করেছে, তারা এখন গা ঢাকা দিয়েছে। এখন নতুন উদ্যোক্তারা আসছেন, তাদের সহায়তায় বন্দর কর্তৃপক্ষকে মনোযোগী হতে হবে।’
বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মাকরুজ্জামান বলেন, ‘জাহাজ আগমন-বহির্গমন, আমদানি-রফতানি, কনটেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানিসহ সব দিকেই মোংলা বন্দরের সক্ষমতা বেড়েছে। বিদেশি ব্যবসায়ীরা আগ্রহ নিয়ে বন্দর পরিদর্শন করছে। অবকাঠামো ও গুদাম সুবিধা বাড়ানো হয়েছে, ফলে পণ্য খালাস দ্রুত সম্ভব হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বন্দর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন মোংলা বন্দরকে একটি আধুনিক, কার্যকর এবং ব্যবসা-বান্ধব বন্দর হিসেবে গড়ে তুলতে। অর্থবছরের শুরুতেই একসঙ্গে ৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করাই এর সফল উদাহরণ।’
আমার বার্তা/এল/এমই