সড়কের চার প্রস্তাবে ৪৩৮ কোটি ৭৬ লাখ টাকা ব্যয় অনুমোদন
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৯:১৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিভিন্ন আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক, ব্রিজ ও কালভার্ট মেরামতের জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৪টি প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ৪৩৮ কোটি ৭৬ লাখ ২৬ হাজার ৯৫৭ টাকা।
মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সূত্রে জানা গেছে, ভুলতা-আড়াইহাজার- বাঞ্ছারামপুর-নবীনগর-শিবপুর-রাধিকা আঞ্চলিক মহাসড়ক ও সরাইল নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-৩ এর পূর্ত কাজের পুনঃদরপত্র আহ্বানের প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।
এছাড়া বৈঠকে অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো : ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্টসমূহের জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি -১৫ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। প্রকল্পটি যৌথভাবে মুস্তফা জামান ট্রেডার্স প্রাইভেট লিমিটেড, মেসার্স মুস্তফা কামাল এবং মেসার্স ইডেন প্রাইস বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে ১৪২ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ১২২ টাকা।
বৈঠকে একই প্রকল্পের অপর এক প্রস্তাবে প্যাকেজ নং ডব্লিউপি-১৬ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পটি যৌথভাবে মীর হাবিবুল আলম এবং মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড বাস্তবায়ন করবে। এতে মোট ব্যয় হবে ১৫৩ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৭১৩ টাকা।
এছাড়া অপর এক প্রস্তাবের প্রেক্ষিতে ‘ফেনী (মোহাম্মদ আলী বাজার)-ছাগলনাইয়া-করেরহাট সড়ক প্রশস্তকরণ এবং ফেনী নদীর উপর শুভপুর সেতু নির্মাণ’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০৫ এর পূর্ত কাজের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। প্রকল্পটি মনিকো লিমিটেড বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১৩৯ কোটি ৬২ লাখ ১৭ হাজার ৫৮৭ টাকা।
আমার বার্তা/এমই