রূপালী ব্যাংকের উদ্যোগে ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ মে ২০২৫, ১৩:৩৮ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

শিশু-কিশোরদের সঞ্চয়ে আগ্রহী করে আর্থিক অন্তর্ভুক্তিতে সংযুক্ত করতে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে "স্কুল ব্যাংকিং কনফারেন্স ২০২৫"। শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং লিড ব্যাংক হিসেবে রূপালী ব্যাংক পিএলসি’র আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সম্মেলনকক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে, যা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কনফারেন্সে ঝালকাঠি জেলার ২৩টি স্কুলের শিক্ষার্থী এবং ২২টি তফসিলি ব্যাংকের প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল পরিদর্শন বিভাগের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. আ. জব্বার।
সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক আবদুল্লাহ আল মাহামুদ। এ ছাড়া বক্তব্য রাখেন রূপালী ব্যাংক ঝালকাঠি শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. রোমান, ইসলামী ব্যাংক ঝালকাঠি শাখার ব্যবস্থাপক আবু জাফর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দেবাশীষ কুণ্ডু ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক খলিলুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, “স্কুল পর্যায় থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং কার্যক্রম চালু করেছে। শিক্ষার্থীরা যাতে সহজেই তাদের ক্ষুদ্র সঞ্চয় ব্যাংকে জমা রাখতে পারে, সে জন্য কোনো সার্ভিস চার্জ নেওয়া হবে না। বরং তারা সেই টাকায় লভ্যাংশও পাবে, যা ভবিষ্যতে আর্থিক স্বচ্ছলতায় ভূমিকা রাখবে।”
বক্তারা বলেন, শুধু সঞ্চয়ই নয়, ভবিষ্যৎ প্রজন্মকে আর্থিকভাবে সচেতন ও স্বাবলম্বী করতে হলে এখন থেকেই তাদের ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে পরিচিত করানো জরুরি। তারা স্কুল ব্যাংকিংয়ের উপকারিতা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের জন্য একটি টেকসই সঞ্চয় অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ব্যাংকের সহায়তায় রূপালী ব্যাংক এবং জেলার ২২টি তফসিলি ব্যাংকের যৌথ অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আমার বার্তা/জেএইচ