কমিউনিটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কিমিয়া সাদাত
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব ) ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন কিমিয়া সাদাত। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কিমিয়া সাদাত পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শীঘ্রই নিয়োগপ্রাপ্ত হবেন বলে জানা গেছে ।
কমিউনিটি ব্যাংকে যোগদানের আগে কিমিয়া সাদাত মেঘনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। দেশীয় ও বহুজাতিক ব্যাংকিংয়ে দীর্ঘ ২২ বছরের বেশি সময় কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন কিমিয়া সাদাত মেঘনা ব্যাংক ছাড়াও ইস্টার্ন ব্যাংক, দ্য সিটি ব্যাংক ও এইচএসবিসি বাংলাদেশে কাজ করেছেন। বর্তমান সময়ে ব্যাংকিং খাতের একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে তাকে বিবেচনা করা হয় ।
কিমিয়া সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং থেকে এমবিএ ডিগ্রির পাশাপাশি ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল কনসালট্যান্ট (আইএফসি, কানাডা) থেকে তিনি সার্টিফায়েড ফিন্যান্সিয়াল কনসালট্যান্ট (সিএফসি) সনদপ্রাপ্ত।
আমার বার্তা/এমই