পহেলা বৈশাখের দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৩:৪১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পহেলা বৈশাখের দিন বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রীদের চলাচল।
আমদানি–রপ্তানি বন্ধ থাকায় দুই দেশের বন্দরে আটকা পড়েছে পণ্যবোঝাই ট্রাক। বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসের কার্যক্রম।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, বাংলাদেশে পয়লা বৈশাখ সরকারি ছুটি থাকায় একদিন আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
আগামীকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল থেকে আমদানি–রপ্তানি কার্যক্রম চলবে।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, সোমবার দু দেশে সরকারি ছুটির ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ আছে। তবে পণ্য খালাস করে বিশেষ ব্যাবস্থায় ফিরে গেছে খালি ট্রাকসহ ড্রাইভার ও হেলপাররা।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহম্মেদ বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী যাতায়াত স্বাভাবিক আছে। সকাল থেকে দুই শতাধিক যাত্রী যাতায়াত করেছে।
আমার বার্তা/এল/এমই