এপ্রিলে অপরিবর্তিত থাকছে এলপিজির দাম
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা আনলাইন

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম চলতি এপ্রিল মাসে বাড়ছে না বা কমছে না। চলতি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৫০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ ঘোষণা দেয়।
বিইআরসি জানায়, চলতি মাসের জন্য অটোগ্যাসের দাম ৬৬ টাকা ৪৩ পয়সা থেকে ২ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত মাসে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিলো।
আমার বার্তা/এল/এমই