ঈদের ছুটিতে কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি, শসার সেঞ্চুরি

প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১১:৩৪ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

মাত্র দু'দিন পরেই কুরবানির ঈদ। এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। তাই বাজারে ক্রেতাদের আনাগোনা কম দেখা গেলেও শশা আর কাঁচামরিচের দাম ছিল ক্রেতাদের নাগালের বাইরে। যারা ঢাকায় ঈদ পালন করবেন, তাদের বেশি দামেই কিনতে হচ্ছে এসব পণ্য। তবে ক্রেতা সংকটে কিছুটা কমেছে মাছের দাম। দেখা গেছে প্রতি কেজি মাছে কমেছে অন্তত ২০ থেকে ৫০ টাকা।

শুক্রবার (১৪ জুন) রাজধানীর মিরপুর কাঁচাবাজার সহ বেশ কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সবজির বাজার ঘুরে দেখা গেছে গত সপ্তাহের চাইতে প্রতি কেজি শশা ২০ থেকে ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০টাকা কেজি দরে। আর কাঁচা মরিচ ২০০-২২০ টাকা প্রতি কেজি। এছাড়াও অন্যান্য সবজির দামও ছিল ৬০ টাকার উপরে। বাজারে আজ প্রতি কেজি ধুন্দুল বিক্রি হচ্ছে ৬০ টাকা করে। কাকরল ৮০ টাকা,পটল ৬০ টাকা, গোল বেগুন ৮০ টাকা আর লম্বা বেগুন ৬০ টাকা, কহি ৬০ টাকা, করলা ৮০ টাকা কেজি, ঢেরস ৬০ টাকা, জালি কুমড়া ৬০ টাকা প্রতি পিছ, টমেটো ১০০-১২০ টাকা, লেবুর হালি বিক্রি হচ্ছে ২০ টাকা করে। এছাড়া আলু ৫৫ টাকা, পেঁয়াজ ৮৫-৯০ টাকা, আদা ২৬০-২৮০ টাকা আর রসুন বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা দরে।

এদিকে কমেছে মাছ মাংসের দাম। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৮০-১৮৫ টাকা। লাল লেয়ার মুরগী ৩৫০ টাকা প্রতি কেজি আর সোনালী কক মুরগী বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে। এছাড়া গরুর মাংস ৭৮০ টাকা, ছাগলের মাংস ১০০০-১১০০ টাকা করে।

মাছের বাজারেও দেখা গেছে একই চিত্র। মাছের বাজারেও লেগেছে কুরবানির ছোঁয়া। ক্রেতা সংকটে প্রায় প্রতিটি মাছের দাম কমেছে। বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বেশি বিক্রিত মাছ পাঙ্গাশ বিক্রি হচ্ছে গত সপ্তাহের চাইতে ৪০ টাকা কমে ১৪০ টাকা করে। আর বড় সাইজের পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৬০ টাকা করে। এছাড়া রুই মাছ ২৬০ টাকা, নলা মাছ ২২০, বাটা মাছ  ২০০, কার্ফু মাছ ২০০, সরপুটি ২০০টাকা, সিলভার কার্প ১৬০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকা কেজি, মলা মাছ ৪০০ টাকা কেজি এছাড়া চিংড়ি মাছ ৬০০ টাকা, বড় চিংড়ি ৮০০টাকা।

টেলিকম ব্যবসায়ী আমানউল্লাহ বাজার করতে এসে বলেন, আজকে বাজারে মনে হচ্ছে সবকিছুর দাম এখন পর্যন্ত কিছুটা ঠিকঠাক। অথচ গত সপ্তাহেও মাছের দাম অনেক চড়া ছিল। আর মুরগীর গায়ে তো হাতই দেয়া যেত না। তিনি মনে করেন, সামনে কুরবানির ঈদকে কেন্দ্র করে মাছের চাহিদা কমে যাওয়ায় দাম কিছুটা কমেছে। এছাড়া অনেক দোকানও বন্ধ মনে হচ্ছে।

মিরপুরের মাছ ব্যবসায়ী খোকন বলেন, গত সপ্তাহের তুলনায় প্রকারভেদে মাছের দাম কমেছে কেজিতে অন্তত ২০ টাকা থেকে ৫০ টাকা। তিনি বলেন, ঈদের কারণে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। তাই বাজারে মাছের সরবরাহের তুলনায় মাছের জোগান বেশি হওয়াতে মাছের দাম কম। এছাড়া সামনে কুরবানির ঈদ তাই অনেকে মাছ কেনাকাটা করছেন না।  

 

আমার বার্তা/এমই