জয়দেবপুরে মামাকে কুপিয়ে হত্যা করলো ভাগ্নে
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা/এল/এমই

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় নেশার টাকা না পেয়ে মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে ভাগ্নে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে আনিসুর রহমান (২৩) মারা যান।
নিহত আনিসুর রহমান ভবানীপুর এলাকার আলি নেওয়াজের ছেলে। অভিযুক্ত ভাগ্নে সৌরভ হাসান রুদ্র (২২) একই এলাকার রোকনুজ্জামানের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আনিসুর রহমান ও সৌরভ মামা-ভাগ্নে হলেও বন্ধুসম সম্পর্ক ছিল। এদিন দুপুরে ভবানীপুর উত্তরপাড়া জয়বাংলা মোড় এলাকায় রোকনুজ্জামানের বাড়িতে তারা কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। সৌরভ তার ভাবীর কাছ থেকে বটি নিয়ে ঘরে শুয়ে থাকা মামাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আনিসুরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রব জানান, নেশার জন্য টাকা চাইলে মামা না দেয়ায় সৌরভ ক্ষুব্ধ হন। এরপরই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার বার্তা অনলাইন: