ময়মনসিংহে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ময়মনসিংহ নগরীর বড় বাজার এলাকার একটি বহুতল নির্মাণাধীন ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে মো. সুমন (৩৫) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত সুমনের মাথা, ঘাড় ও হাত থেতলানো ছিল বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপর থেকে নিচে পড়ে দুর্ঘটনাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।

নিহত সুমন পেশায় একজন প্রাইভেটকার চালক। তিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রামপুর গ্রামের বাসিন্দা হলেও ময়মনসিংহ শহরের গরুখোয়ার এলাকায় স্ত্রী ও দুই সন্তানসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলটি একটি ১৩ তলা নির্মাণাধীন ভবন, যেখানে লিফটের কাজ চলছিল। ধারণা করা হচ্ছে, উপর থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের স্ত্রী ময়না বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন ধরে এক ব্যাংক কর্মকর্তার প্রাইভেটকার চালাত। গতকাল রাত ৯টার দিকে ভালুকা থেকে ওই ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে করে নিয়ে আসছিল সুমন। কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও রাতে সে আর ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে এ খবর পাই।

নিহতের সহকর্মীরা বলেন, আগে সুমন পিকআপ চালালেও গত কয়েক বছর ধরে প্রাইভেটকার চালাতেন। কাজের সূত্রে তিনি প্রায়ই বড় বাজার এলাকায় আসতেন। তারা সুমনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি জানান।



আমার বার্তা/জেএইচ