সমুদ্রে গোসলে নেমে নিখোঁজের পর পর্যটকের মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক পর্যটকের মরদেহ ১৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে সৈকতের সমিতি পাড়া পয়েন্টে মরদেহটি ভেসে এলে উদ্ধার করে সি-সেইফ লাইফগার্ড সদস্যরা।
নিহত জুহায়ের আয়মান (১৭) বগুড়া পৌরসভার কাটনারপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. শরিফুল ইসলামের ছেলে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান বলেন, ‘রোববার বেলা আড়াইটার দিকে বগুড়া থেকে আসা তিন কলেজছাত্র লাবণী পয়েন্টে গোসলে নামেন। এ সময় ঢেউয়ের ধাক্কায় তারা সাগরে ভেসে যান। লাইফগার্ড সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করলেও জুহায়ের আয়মান নিখোঁজ ছিলেন। রোববার রাত পর্যন্ত তল্লাশি চালানো হলেও তাকে পাওয়া যায়নি। ভোরে তার মরদেহ ভেসে আসে।’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ বগুড়া নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের মামা মো. মোজাহিদুর রহিম।
সি-সেইফ লাইফগার্ড সংস্থার ফিল্ডিং ম্যানেজার ইমতিয়াজ আহমদ বলেন, ‘সৈকতের কয়েকটি স্থানে গুপ্তখাল রয়েছে। লাবণী পয়েন্টে যে স্থান থেকে ওই পর্যটক নিখোঁজ হয়েছিলেন, সেখানে আগে থেকেই লাল পতাকা দিয়ে বিপজ্জনক এলাকা চিহ্নিত করা ছিল। পর্যটকদের সমুদ্রে নামার আগে অবশ্যই লাইফগার্ডের সতর্কতা মেনে চলা উচিত।’
এর আগে গত ৮ জুলাই মেরিন ড্রাইভের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসলে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিখোঁজ হন। তাদের মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র হাসান নামের এক শিক্ষার্থীর মরদেহ এখনো পাওয়া যায়নি।
আমার বার্তা/এল/এমই