আত্রাইয়ে পারিবারিক বিরোধের জেরে দেওয়াল কেটে আক্রমণের অভিযোগ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ

  আলমগীর হোসেন,নওগাঁ প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

ছবি : প্রতিনিধি

নওগাঁ আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নে  জমিজমা নিয়ে বিরোধের জেরে জোর করে ঘরের দেওয়াল কেটে দেশীয় অস্ত্র নিয়ে  আক্রমণ করে। এবং  হত্যা চেষ্টা ও বাড়ি ঘর লুটপাট চালায়  নিজের চাচা ও  চাচাতো ভাইয়েরা । 

এঘটনায়  ভুক্তভোগীর চাচাতো ভাই আমিনুল ইসলাম বাদী হয়ে আত্রাই থানায়  অভিযোগ দায়ের করে।

 ভুক্তভোগী মোঃ সামিউল আলী জানান শুক্রবার  রাত ৩ টার দিকে দশ বারো জন লোক মিলে ঘরের দেওয়াল কাটতে শুরু করে। দেওয়াল কাটার শব্দ শুনে আমি  বাহিরে আসে  দেখি আমার বাড়ির দেওয়াল কেটে বাড়ির ভিতরে ঢুকে পড়েছে আমার চাচতো ভাই নুরুল ইসলাম, আঃ রহমান সহ দশবারো জন লোক আমার উপর আক্রমণ করে । এসময় তারা আমাকে হত্যা চেষ্টা করে আমি অল্পের জন্যে বেঁচে যায়। এর পরে আমাকে মারতে না পেরে আমার বাড়ি ঘরে লুটপাট চালায় নুরুল বাহিনী। আমার ঘরে থেকে ধান বিক্রির টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

এসময় সামিউল ট্রিপল নাইনে কল করে পুলিশের সহযোগিতা চাই। এবং পুলিশ আসার পর ঘটনাস্থল থেকে আঃ রহমানকে  গ্রেফতার করে আত্রাই থানা পুলিশ। 

অন্যদিকে এক ঘটনা বিষয়ে আসামী মোঃ আসিকুল  কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি আমরা সবাই মিলে ঘটিয়েছি। 

এবিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ মোঃ এম,এ  মান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন  ঘটনা স্থান থেকে আঃ রহমান কে গ্রেফতারে করে মামলা রুজু করে  কোর্টে চালান করেছি।