ঝিকরগাছায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৩ | অনলাইন সংস্করণ
হুমায়ন কবির মিরাজ,মাল্টিমিডিয়া প্রতিনিধি:

যশোরের ঝিকরগাছা উপজেলায় জুলাই শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় শংকরপুর ইউনিয়নের কুলবাড়িয়া বিকেএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের উদ্বোধন করেন চৌগাছা-ঝিকরগাছা আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জাবির-আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি অ্যাডভোকেট আবিদুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন বলেন, মানুষের পাশে দাঁড়ানোই আমাদের বড় দায়িত্ব। ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে হাজারো মানুষ চিকিৎসা সেবা পাচ্ছেন, এটা আমাদের জন্য বড় অর্জন।
ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনী, শিশু ও দন্ত রোগের চিকিৎসাসহ ফ্রি ওষুধ প্রদান করা হয়। বিশেষভাবে চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের ব্যবস্থাপত্র দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবুল বাশার, সাবেক চেয়ারম্যান নেছার উদ্দিন, ফয়জুর রহমান, মেহেদী হাসান, সাজু আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় চক্ষু চিকিৎসা নিতে আসা শার্শার কায়বা ইউনিয়নের দীঘা গ্রামের আব্দুল মান্নান বলেন, অনেকদিন ধরে চোখে সমস্যা ভুগছিলাম। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা পেলাম। ডাক্তাররা বলেছেন, আগামীকাল আমার চোখের ছানি অপারেশন করা হবে। গরিব মানুষের জন্য এমন উদ্যোগ সত্যিই অনেক বড় সহায়তা।
ফ্রি সেবা নিতে ঝিকরগাছা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় তিন হাজার মানুষ ক্যাম্পে আসেন। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চিকিৎসা সেবার অপেক্ষা করতে দেখা যায় রোগীদের। সেবা পাওয়া মানুষজন এ আয়োজনকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।