গজারিয়ায় ভূমি অফিসার মাসউদ আলমের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৮:০৩ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে কর্মরত কানুনগো মাসউদ আলম হাওলাদারের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে মিস কেইস পরিচালনায় ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে মিস কেইস ৪৬৮/২৪-২৫ এর বাদী মিনারা বেগম সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন, তার কাছ থেকে একাধিকবার ঘুষ নেওয়া হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বাউশিয়া ইউনিয়নের মধ্যবাউশিয়া মৌজায় আরএস খতিয়ান ৩০৫, দাগ ৪২০ ও ৪২১ নম্বর জমির মোট ৯৩ শতাংশের এক আনা অংশের রেকর্ডভুক্ত মালিক মিনারা বেগম। ছোটবেলায় বাবা-মা হারিয়ে বর্তমানে স্বামীর একাধিক অপারেশনে আর্থিকভাবে কষ্টে থাকা মিনারা ওয়ারিশ সূত্রে পাওয়া জমি নিয়ে মিস কেইস করেন।

তিনি জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর কানুনগো মাসউদ আলম হাওলাদার তাকে বলেন, “আপনার অনেক টাকা লাগবে, ৬০ হাজার টাকা দিলে কাজ হবে।” অসহায় মিনারা কান্নায় ভেঙে পড়লে তিনি ঋণ করে একাধিকবারে মোট ১০ হাজার টাকা ঘুষ দেন।

মিনারার অভিযোগ, টাকা দেওয়ার পরও তাকে হয়রানি করা হয়। হাজিরার দিন তাকে অফিস সংলগ্ন ঘরে বসিয়ে রেখে গরহাজির দেখানো হয় এবং শেষ পর্যন্ত কোম্পানির পক্ষে রায় দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে কানুনগো মাসউদ আলম হাওলাদার বলেন, “আমি তার পক্ষে রিপোর্ট দিয়েছি, কখনো টাকা চাইনি কিংবা নিইনি। অভিযোগ মিথ্যা।”

রায় প্রাপ্ত জেএমআই কোম্পানির ভূমি প্রকৌশলী হাসান বলেন, “বিষয়টি আদালতের। আদালতেই আমরা জবাব দেই, সাংবাদিকদের মুখোমুখি হতে চাই না।”

এ বিষয়ে গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান, “ঘুষ নেওয়ার সত্যতা পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”


আমার বার্তা/মুকবুল হোসেন/এমই