যশোরে ৮ কোটি টাকার স্বর্নের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৬:৩৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যশোর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় তিন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে মোট ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়।  

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে সদর উপজেলার কোদালিয়া ও সকাল ৯টার দিকে তারাগঞ্জ বাজারে পৃথক অভিযানে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত সোনার বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৮৯ লাখ ৫৩ হাজার ৬৬৮ টাকা।

আটকদের নাম আশরাফুল ইসলাম সাজিদ (২৩), জাহিদ হোসেন (২৬) ও সুজন কুমার বাপ্পি (৩৪) বলে জানা গেছে। 

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কোদালিয়া ও তারাগঞ্জ বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করে ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের শরীর তল্লাশি করে মানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৩৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ৫ কেজি ৩৩৪ গ্রাম।

৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন যে তারা সোনার বারগুলো ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের নিকট হতে সোনার বারগুলো তারা সংগ্রহ করে যশোর ও চুকনগর গমন করছিলেন।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


আমার বার্তা/এমই