মুন্সীগঞ্জের পদ্মায় অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৭:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) ভোরে উপজেলার গাওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি গ্রামের নদীর তীরে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানান। খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।
নৌ পুলিশের এসআই মামুন বলেন, লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হঠাৎ লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আমার বার্তা/এল/এমই