গজারিয়ায় বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৬:০৮ | অনলাইন সংস্করণ
মুকবুল হোসেন:

গজারিয়া উপজেলার বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ে দুইজন খণ্ডকালীন জনপ্রিয় শিক্ষককে রাখার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ করেছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে বিদ্যালয় মাঠে শিক্ষক হান্নান ও রুবেলকে বহাল রাখার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ম বহির্ভূতভাবে খণ্ডকালীন দুই শিক্ষককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে।
প্রধান শিক্ষক সর্দার আব্দুল কাইয়ুম ও অভিভাবক সদস্য ইঞ্জিনিয়ার মকবুল আহমেদ রতন জানান, স্বল্পমেয়াদি একটি প্রকল্পের আওতায় কয়েকজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ পেয়েছিলেন। প্রকল্পের মেয়াদ শেষ হলেও স্কুলের স্বার্থে হান্নান ও রুবেলকে রাখা হয়েছিল। তবে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়া এবং শিক্ষক সংকট না থাকায় তাদের প্রয়োজন নেই। তাই আলোচনার মাধ্যমে তাদের বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের প্রতিবাদের পর দ্রুতই ব্যবস্থাপনা কমিটির সভা ডেকে বিষয়টি চূড়ান্ত করার আশ্বাস দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন বলেন, “প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন খণ্ডকালীন শিক্ষক রাখা না রাখার বিষয়টি সম্পূর্ণভাবে স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করছে।”
আমার বার্তা/এমই