‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে মধুপুরে আলোচনা সভা

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ২৩:০৮ | অনলাইন সংস্করণ

  সাইফুল ইসলাম, মধুপুর প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

ছবিঃপ্রতিনিধি

 আসন্ন পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে ‎টাঙ্গাইলের মধুপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

‎শুক্রবার (২২ আগষ্ট) মধুপুর উপজেলায় কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  মধুপুর পৌর ও উপজেলা বিএনপি এ আলোচনা সভার আয়োজন করেন। 

‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।

‎এসময় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ।

‎এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ ও সহকর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।