জয়পুরহাটে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৭:২৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

জয়পুরহাটে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আব্দুল মান্নান (৫৮) নামের এক আলু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে কালাই উপজেলার পুনট ইউনিয়নের পাঁচগ্রাম বেলতলী পাড়ার ফসলের মাঠে এ ঘটনা ঘটেছে। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত আব্দুল মান্নান পাঁচগ্রাম বেলতলী পাড়ার মৃত খয়বর আলীর ছেলে। তিনি এলাকার বিভিন্ন হিমাগারে আলুর ব্যবসা করতেন।  

ওসি মো. জাহিদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তার নিজ  বাড়িতে থাকা ২/৩টি দুধের গাভির জন্য বৃষ্টির মধ্যেই আব্দুল মান্নান ঘাস কাটতে যান মাঠে। 

এ সময় বজ্রপাতে আহত হয়ে জমিতে লুটিয়ে পড়েন। এরইমধ্যে প্রতিবেশী ও পরিবারের লোকজন মাঠে গিয়ে জমিতে আব্দুল মান্নানের দেহ পড়ে থাকতে দেখেন। ওই অবস্থায় তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসতে চাইলে প্রতিবেশী ও পরিবারের লোকজন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়ে বাড়িতে নিয়ে যান। 

আমার বার্তা/এল/এমই