রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে ১৬ লাখ টাকা লুট

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ২১:১০ | অনলাইন সংস্করণ

  মামুন শেখ, রুপসা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):

ছবি : সংগৃহীত

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটছে বলে ধারণা পুলিশের। 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তিন নিরাপত্তা প্রহরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আটক তিন নিরাপত্তা প্রহরী হলেন- আফজাল, আবুল কাশেম ও তরিকুল।

ব্যাংকের এই শাখাটি পূর্ব রূপসা পেট্রোল পাম্প ও পূর্ব রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির নিকটে খুলনা-মোংলা মহাসড়কের পাশে অবস্থিত। 
ব্যাংকে লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর কাপড় দিয়ে ঢেকে দেয় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম শুক্রবার রাত ১০ টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙ্গা। ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙ্গা। সবকিছু এলোমেলো। নিরাপত্তা প্রহরী বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই।

ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম বলেন, “আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে শুক্রবার সারাদিন আমি ব্যাংকে ছিলাম না। তবে দুপুর ২টার দিকে একবার এসে দেখেছি সব ঠিকঠাক আছে।” আবুল কাশেমের মতে বিকেলের দিকে এ ঘটনা ঘটতে পারে।

কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, “আমাদের ব্যাংকের ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল, যা লুট হয়ে গেছে।”

রূপসা থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন, “রূপসা কৃষি ব্যাংকে তিনজন প্রহরী রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।”

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “বৃহস্পতিবার বিকেলে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময় ব্যাংক লুটের ঘটনা ঘটতে পারে। আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।”