কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১২:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজশাহী নগরীর কাঁদিরগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, যোগাযোগ সরঞ্জাম ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করেছে সেনাবাহিনী।
শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৪টা থেকে সেনাবাহিনীর ৪০ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়নের একটি দল কোচিং সেন্টারটি ঘিরে ফেলে অভিযান পরিচালনা করে।
কোচিং সেন্টারটির নাম ‘ডক্টর ইংলিশ’, যার পরিচালক রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ্য।
সেনাবাহিনী সূত্র জানায়, অভিযানে উদ্ধার করা হয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, একটি ম্যাগনেট, ছয়টি দেশীয় অস্ত্র, একটি জিপিএস, চারটি ওয়াকিটকি, একটি ট্রাজারগান, ১০টি সিমকার্ড, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার এবং ৩৫ বোতল মদ। এ বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বিস্তারিত জানাবে সেনাবাহিনী।
আমার বার্তা/এল/এমই