নেত্রকোনায় ভবন ভাঙার সময় দেয়াল ধসে ৩ শ্রমিকের মৃত্যু
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৮:১৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নেত্রকোণা কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসের একটি পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শ্রমিকরা হলেন- আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)। এছাড়া আহত সাইফুল ও হাসান নামে দুই শ্রমিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নছু সর্দার জানান, তারা ছয়জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের আওতায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। বিকেল পৌনে ৫টার দিকে ভাঙার সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদটি ধসে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় জনতা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করে।
নেত্রকোণা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন, আমরা তিনজনকে মৃত এবং দুইজনকে আহত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, এখানে একটি পরিত্যক্ত ভবন ভাঙার কাজ চলছিল। আনুমানিক সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। এখানে কাজ করা অবস্থায় পাঁচ জনের ওপর ভবনের এই অংশটি ভেঙে পড়ে এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
তিনি আরও জানান, খবর পেয়ে জেলা পুলিশ ও জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তূপের নিচ থেকে ৫ জনকে উদ্ধার করা হয়। এর মধ্যে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।
আমার বার্তা/এমই