মাদারীপুরে ভ্যানচালক হত্যাকাণ্ডে গ্রেপ্তার ২

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৬:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মাদারীপুরের রাজৈরে ব্যাটারিচালিত ভ্যানচালক আকাশ আকন (১৮) হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম।
 
এর আগে বুধবার (১৩ আগস্ট) রাতে রাজৈরের নিজবাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হায়দার শেখ (৪০) রাজৈরের নয়কান্দি গ্রামের বারেক শেখের ছেলে ও আবু বক্কার কাজী (২৮) একই উপজেলার সুন্দিকুড়ি গ্রামের কামরুল কাজীর ছেলে।
 
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম জানান, ৩০ জুলাই সকালে জীবিকার তাগিদে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা আমজাদ আকনের ছেলে আকাশ আকন। পরে রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেলে রাতেই রাজৈর থানা পুলিশকে অবগত করেন। পরদিন ৩১ জুলাই সকালে রাজৈরের নয়ানগর মাছকান্দি এলাকার সড়কের পাশে ভ্যানচালকের মরদেহ দেখতে পান এলাকাবাসী। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায় পুলিশ। পরে মরদেহটি আকাশের বলে শনাক্ত করে পরিবার। এই ঘটনায় নিহতের বাবা আমজাদ আকন বাদী হয়ে রাজৈর থানায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
 
পুলিশের এ কর্মকর্তা জানান, তথ্য প্রযুক্তির সহায়তা হত্যাকাণ্ডে জড়িত প্রথমে হায়দার শেখকে গ্রেফতার করে পুলিশ এবং উদ্ধার করা হয় নিহতের ব্যবহৃত মোবাইল ফোন। পরে তার দেয়া তথ্যে গ্রেফতার করা হয় আবু বক্কার কাজী নামে হায়দারের সহযোগীকে। অভিযান চালিয়ে হৃদয়নন্দি গ্রামের এমদাদুল হকের গ্যারেজ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ভ্যান। এরপর গ্রেফতার দুজনকে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আমার বার্তা/এল/এমই