পাবনায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ শ্রমিক নিহত
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৫:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পাবনার বেড়ায় সেপটিক ট্যাংকের শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বেড়া পৌরসভার দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেড়ার দক্ষিণপাড়া এলাকার তাহেজ উদ্দিনের বাড়িতে কিছুদিন আগে সেপটিক ট্যাংক নির্মাণ করা হয়। ওই ট্যাংকের নির্মাণ সামগ্রী অপসারণ করতে নেমে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান। এ সময় আরও দুইজন আহত হন।
নিহতরা হলেন: বেড়া পৌরসদরের হাতিগাড়া এলাকার আবুল কালামের ছেলে সজিব (৩৩) ও একই এলাকার আঃ গফুরের ছেলে মস্তাকিন (২১)।
আহতদের মধ্যে বৃশালিখা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলামকে গুরুতর অবস্থায় প্রথমে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়; পরে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সেপটিক ট্যাংকির শাটার খুলতে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’
আমার বার্তা/এল/এমই