বন্যায় প্লাবিত জনপদের মানুষদের অভিনব প্রতিবাদ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৭:২৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বন্যায় প্লাবিত জনপদের অসহায় মানুষ আজ এক অভিনব পদ্ধতিতে নিজেদের দাবি দাওয়ার কথা তুলে ধরলেন। কলাগাছের ভেলায় ভেসে পানিতে দাঁড়িয়ে বানভাসীরা আয়োজন করেন এক ব্যতিক্রমী সংবাদ সম্মেলনের। টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কলাগাছের ভেলায় ভেসে এ সংবাদ সম্মেলন করেছেন পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল কলাপাড়ার বানভাসী মানুষ।

সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীর এলাকায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ওই গ্রামের শতাধিক ভুক্তভোগী মানুষ উপস্থিত ছিলেন সেখানে।

সংবাদ সম্মেলনে বানভাসী মানুষের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ওই এলাকার বাসিন্দা হালিমা আয়শা। তিনি বলেন, প্রায় ৪০ বছর ধরে পশ্চিম লোন্দা গ্রামের টিয়াখালী নদী তীর-সংলগ্ন এলাকায় বসবাস করে আসছে ২৫০টি পরিবার। এ নদীর তীরে বেড়িবাঁধ না থাকায় বহু বছর ধরে প্রতিনিয়ত দু'দফা জোয়ারের পানিতে প্লাবিত হয় ওই এলাকা। তলিয়ে যায় ২০০ একর কৃষি জমি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসত ভিটা।

তিনি লিখিত বক্তব্যে আরও বলেন, বর্ষাকালীন সময়ে অনেকের চুলোয় জলে না উনুন। নষ্ট হয়ে যায় জমির ফসল। তখন চলাচলের একমাত্র বাহন হয় ভেলা কিংবা নৌকা। ওই গ্রামের ৩ কিলোমিটার এলাকায় টেকসই রিং বেড়িবাঁধ নির্মাণ করলে এ অসহনীয় দুর্ভোগ থেকে রক্ষা পাবে বানভাসী মানুষ। তাই দ্রুত সময়ের মধ্যে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারের এক সদস্য কবির হোসেন বলেন, স্বাভাবিক জোয়ারের পানিতে আমাদের পুরো এলাকা তলিয়ে যায়। আর তখন আমরা ঠিকমতো স্বাভাবিক চলাফেরা করা, গবাদিপশু চরানো, ছেলে-মেয়েদের স্কুলে পাঠানো থেকে শুরু করে সব ধরনের কাজে ভোগান্তি নেমে আসে। এই দুর্দশা থেকে বাঁচতে আমাদের টেকসই বেরিবাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই। টেকসই বাঁধ নির্মাণ এখন আমাদের সবার প্রাণের দাবি।

আমার বার্তা/এল/এমই