পটুয়াখালীতে ২ কোটি টাকার সুপারি ও ১৭ পাচারকারী আটক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৫:১৭ | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালীতে ভারত হতে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি টাকা মূল্যের সুপারি ও ১৭ জন পাচারকারীসহ ১ টি ফিশিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার (১১ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২৫ তারিখ রবিবার রাত ২ টায় কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী সদর থানাধীন লোহালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি ফিশিং বোট তল্লাশি করে অবৈধভাবে ভারত হতে আসা শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি ২৪ লক্ষ ৭৩ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৪ শত ৫৫ কেজি বিদেশি সুপারি ও ১ টি ফিশিং বোটসহ ১৭ জন পাচারকারী আটক করা হয়।
পরবর্তীতে জব্দকৃত সুপারি, ফিশিং বোট ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।
তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
আমার বার্তা/এমই