লক্ষ্মীপুরে জোড়া খুনসহ ২৩ মামলার আসামি কদু আলমগীর গ্রেপ্তার

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১৪:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

লক্ষ্মীপুরে আলোচিত যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যাসহ ২৩ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আলমগীর হোসেন ওরফে কদু আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১১ আগস্ট) ভোরে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের কংশনারায়ণপুর গ্রামের বাড়ি থেকে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে।

কদু আলমগীর কংশনারায়ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ও জেলার উত্তরাঞ্চলের আলোচিত সন্ত্রাসী।

থানা পুলিশ জানায়, আলমগীর ২০২৩ সালে বশিকপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব হত্যা মামলার অন্যতম আসামি। এ হত্যা মামলাসহ তার বিরুদ্ধে ২৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সে অস্ত্রধারী সন্ত্রাসী। মাদক ব্যবসার সঙ্গেও আলমগীর জড়িত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজীম বলেন, আলমগীরকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হবে। সন্ত্রাসী, মাদক কারবারি, চাঁদাবাজিসহ কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না।


আমার বার্তা/জেএইচ