চট্টগ্রাম বন্দরে কোস্ট গার্ডের নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ১০:২৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চট্টগ্রাম বন্দরের ১৮ জন ওয়াচম্যানকে নিরাপত্তা বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করেছে কোস্ট গার্ড ।

রবিবার ( ১০ আগস্ট )  বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড চট্টগ্রাম বহিঃনোঙ্গরে দেশী ও বিদেশি বাণিজ্যিক জাহাজসমূহের বিশেষ নিরাপত্তা নিশ্চিত করে আসছে। বন্দর এলাকার নিরাপত্তা বিষয়ক নানাবিধ প্রশিক্ষণ সহায়তা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্ট গার্ড মানুষের আস্থার বিশ্বস্ত প্রতীকে পরিণত হয়েছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে সমন্বয়ের মাধ্যমে দ্বিতীয় বারের মত ৫ দিন ব্যাপী ১৮ জন ওয়াচম্যানকে উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা, জাহাজে অগ্নি নির্বাপণ ও সমুদ্রে জীবন রক্ষা বিষয়ে বুনিয়াদি প্রশিক্ষণ দিয়েছে।
 
তিনি আরও বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এরূপ উদ্যোগ অব্যাহত থাকবে।


আমার বার্তা/জেএইচ