পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট: ৪২,০০০ টাকা জরিমানা, ৪ মোটরসাইকেল জব্দ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৮:৩৬ | অনলাইন সংস্করণ
মোঃ আরিফ, মাল্টিমিডিয় প্রতিনিধি :

পাথরঘাটায় মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ে যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনায় ছিল নৌবাহিনী ও ট্রাফিক পুলিশ। রবিবার ৩ আগষ্ট বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌরসভার গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), এর নেতৃত্বে নৌবাহিনীর ১৪ সদস্যের একটি দলের সাথে পাথরঘাটা ট্রাফিক পুলিশের সদস্যরা যৌথভাবে চেকপোস্ট পরিচালনায় অংশ নেন।
চেকপোস্ট চলাকালে মোট ১৮০টি মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪টি মোটরসাইকেলের চালকের কাছে যথাযথ কাগজপত্র বা হেলমেট না থাকায় মোট ৪২,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
চেকপোস্ট চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুরো সময় এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।