নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে উপজাতি নারীর পা বিচ্ছিন্ন
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৭:৫০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক উপজাতি নারী গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের নিকুছড়ি সীমান্তের ৪১ ও ৪২ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায়, মিয়ানমারের প্রায় ৪০০ মিটার ভেতরে এ ঘটনা ঘটে।
আহত লাকি সিং সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার বাসিন্দারা জীবিকার তাগিদে প্রায়ই মিয়ানমারের অভ্যন্তরে বাঁশ ও কাঠ সংগ্রহ করতে যান। লাকি সিংও ওই দিন সকালে বাঁশ কোড়ল আনতে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের ভেতরে গেলে একটি স্থলমাইনের বিস্ফোরণে আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে অবগত হয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে অন্তত ২৩ জন আহত হয়েছেন, যাদের অনেকে পা হারিয়েছেন। আর গত দেড় বছরে এ ধরনের ঘটনায় মোট ২৭ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন।
আমার বার্তা/এল/এমই