আশুলিয়ায় লড়ির নিচে চাপা পড়ে নারী-শিশুসহ নিহত ৩

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১০:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

সাভারের আশুলিয়ায় উল্টো পথে চলা একটি অটোরিকশা লড়ির নিচে চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

রোববার (০৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদের সামনে চন্দ্রা নবীনগর লেনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। তবে কিছুক্ষণ পরেই তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
দুর্ঘটনা স্থানে পুলিশের উদ্ধার কার্যক্রম

নিহতরা হলেন, আলতাফ (৫০) নূরজাহান (২৪) ছেলে আব্দুল্লাহ (৪) তারা বলিভদ্র এলাকায় বসবাস করেন। প্রাথমিকভাবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত অবস্থায় রিকশাচালকসহ তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাইপাইলের দিক থেকে আসা একটি অটোরিকশা উল্টো পথে ঢাকা ইপিজেডের দিকে যাচ্ছিল। ওই সময় সামনে থেকে আসা একটি লড়ি দেখে চালক রিকশাটি রাস্তার মাঝখান দিয়ে সরানোর চেষ্টা করেন। রাস্তায় পানি থাকায় রিকশাটি একটি গর্তে পড়ে উল্টে যায়। এতে যাত্রীরা লড়ির পিছনের চাকার নিচে চাপা পড়েন।

প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ বলেন, ‘আমি রাস্তা পার হচ্ছিলাম। রিকশাটি গর্তে পড়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে একটি বড় লড়ির পিছনের চাকায় চাপা পড়ে। একজন ঘটনাস্থলে মারা যায়, বাকি তিনজনকে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজন শিশু ও একজন নারী ছিলেন।’

ঘটনাস্থলের পাশের দোকানদার মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, ‘আমি দোকানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি রিকশা উল্টে আছে। একজন ঘটনাস্থলে মারা যান। বাকিদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।’

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) সালেহ আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় দুইজনকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা কিছুক্ষণ সড়ক অবরোধ করলেও পুলিশ বুঝিয়ে সরিয়ে দেয়।


আমার বার্তা/জেএইচ