স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থী-জনতার সংহতি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ১২:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে একত্রিত হয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে তারা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এতে আরও সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ইউনিক মডেল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সময়ের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছে।
এ সময় দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে মুখর হয়ে ওঠে মহাসড়ক। স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষ ও অভিভাবকেরাও এতে অংশ নিয়েছেন। তারা জানান, এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা বারবার নানা সমস্যার মুখে পড়ছে। এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আমরা বাস্তবায়ন করবই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ব না।
তবে সড়ক অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী সব ধরনের যানবাহন আটকে দুর্ভোগে পড়েন যাত্রীরা। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে।
এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। তারপর ধারাবাহিকভাবে মহাসড়কে প্রতিকী ক্লাস, মৌন মিছিসহ নানা কর্মসূচি পালন করেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আমার বার্তা/জেএইচ