লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির নতুন দায়িত্বে মেহেদী-জাহেদুল

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১৮:২৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চট্টগ্রামের লোহাগাড়া রিপোটার্স ইউনিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। 

শনিবার (২ আগস্ট) উপজেলার একটি রেস্টুরেন্টের হল রুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে হোছাইন মেহেদী এবং সাধারণ সম্পাদক পদে জাহেদুল ইসলাম নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের সহযোগী অধ্যাপক আবু তাহের। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর এবং বার আউলিয়া ডিগ্রি কলেজের ক্রীড়া শিক্ষক মো. আলমগীর।

নির্বাচন শেষে সদস্যদের সম্মতিক্রমে সংগঠনের সাত সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ মারুফকে সহ-সভাপতি, খলিল চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, তাজ উদ্দিন অর্থ ও দপ্তর সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিনকে প্রচার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং এরশাদ হোছাইনকে কার্যনির্বাহী সদস্য করা হয়।


আমার বার্তা/এল/এমই