এনসিপিতে যোগ দেওয়া ৩ নেতা বহিষ্কার করল যুবলীগ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫, ১৬:৫০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গত শনিবার জেলা শহরের পুরান থানা এলাকায় এনসিপির পথসভায় বক্তৃতা করেন গোলাম কবির শ্যামল। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ও পথসভায় অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হয়েছেন যুবলীগের তিন নেতা।

রোববার (২৭ জুলাই) রাতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে কিশোরগঞ্জ জেলা যুবলীগ তাদের দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করে।

বহিষ্কৃত অন্য দুজন হলেন—কিশোরগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল এবং ইটনা উপজেলা যুবলীগের সদস্য বাসেত আহমেদ।

এর প্রতিক্রিয়ায় গোলাম কবির শ্যামল বলেন, তিনি এখন আর যুবলীগের সঙ্গে নেই। ২০১৮ সালেই যুবলীগ থেকে পদত্যাগ করেছেন দাবি করে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছি, পরে জুলাই আন্দোলনেও সক্রিয়ভাবে মাঠে ছিলাম। আওয়ামী লীগ করে শুধু প্রতারিত হয়েছি। এখন শুধু এনসিপিতে যোগ দিচ্ছি না, ইটনায় সংগঠন গড়ে তুলতে কাজও করছি।

জানা গেছে, এই তিন যুবলীগ নেতা গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও পথসভায় যোগ দেন এবং মাইকে শ্যামল বক্তব্য দেন। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ প্রতিক্রিয়ায় রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বহিষ্কারের চিঠি ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনা জেলা সদরে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য স্থগিত হওয়া কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন ফেসবুকে দেয়া পোস্টে দাবি করেন, শ্যামল অনেক আগেই যুবলীগ থেকে পদত্যাগ করেছেন। বর্তমানে তিনি এনসিপির হয়ে কাজ করছেন। গত ৫ জুন অনুমোদন হওয়া ইটনা উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে তার নাম রয়েছে।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা যুবলীগের পক্ষ থেকে ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেন জেলা কমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান।


আমার বার্তা/এমই