গজারিয়ার বাউসিয়ায় আশ্রয়ন প্রকল্পে একাধিক অনিয়ম
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৭:৩৯ | অনলাইন সংস্করণ
মুকবুল হোসেন:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়া উপকার রোগীদের মধ্যে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে।
একাধিক অনিয়মের মধ্যে ঘর বন্টন এবং সরকারি ভাবে ঘর দেয়ার প্রতিশ্রুতি দিয়ে নিম্ন আয়ের অসহায় মানুষের কাছ থেকে টাকা নেওয়া। কেউ কেউ ঘর পেয়েও সরকারিভাবে কোন প্রয়োজনীয় কাগজ বা দলিল না পাওয়া। একাধিক লোককে সরকারিভাবে দলিল দেয়া হয়েছে ঘর দেয়া হয় নাই। স্থানীয় সূত্রে জানা যায় ২০২১ সালে সরকারিভাবে গৃহীনদের গৃহ ও ভূমিহীনদের ভূমি দান প্রকল্পের আওতায় সরকারি খরচে ঘর দেয়া হয়েছে । ঘর বন্টনে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন এক হয়ে যাচাই-বাছাই করে প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল। রবিবার ২৭ জুলাই ২০২৫ সকাল ১০ঃ০০ ঘটিকার সময়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রাঙ্গণে অনিয়মের শিকার একাধিক ভুক্তভোগীদের মধ্য কান্দি গ্রামের শহীদুল্লাহ ব্যাপারীর ছেলে আল আমিন, মৃত অফিজ মিয়ার ছেলে ইসলাম,, মৃত খোকন মিয়ার স্ত্রী মাকসুদা বেগম সহ ৭ থেকে ৮ জন গণমাধ্যম কর্মীদের জানান ২০২১ সাল থেকে আমরা যার যার ঘরে বসবাস করছি।
আমাদেরকে এখনো আমাদের ঘরের দলিল দেয়া হয় নাই। কেউ কেউ ঘর পাওয়ার জন্য টাকা লেনদেন করার কথাও জানিয়েছেন। টাকা লেনদেনের বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ বা সাক্ষী অনেক উপকার ভোগীর কাছে নেই।
একই ইউনিয়নের কুমারিয়া গ্রামের সামসু মিয়ার ছেলে নাজির উদ্দিন,মৃত আব্দুল বাতেনের ছেলে শামসু মোল্লা, মোস্তফা জামান এর স্ত্রী জোহরা বেগম কে দেয়া হয়েছে ঘরের দলিল। কিন্তু এখনো তাদের ঘরবুঝিয়ে দেয়া হয় নাই। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সুমন মিয়া জানান মৌখিকভাবে একাধিক লোকের অভিযোগ পাওয়া গেছে। যাচাই-বাছাইয়ের জন্য তদন্ত কমিটি করা হয়েছে তদন্ত কমিটি এখনো কাজ শুরু করে নাই। ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মুঠোফোনে জানান ঘর বাস্তবায়নের সময় বিভিন্ন ইউনিয়নের অধিবাসীদেরকে বরাদ্দ দেয়া হয়েছিল। ভিন্ন ইউনিয়নের উপকারভোগীরা পরবর্তীতে আর তাদের ঘর বুঝে নেয় নাই । ওই সমস্ত খালি ঘরে জেলা প্রশাসক ডিসি মহোদয় কে অবগত করে স্থানীয় অসহায় লোকদেরকে থাকার সুযোগ করা হয়েছিল। তাদেরকে পরবর্তীতে আর দলিল করে দেয়ার সুযোগ হয় নাই। ঘর দেয়া হবে এমন প্রতিশ্রুতি দিতে কোন লোকের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়েছে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম জানান আশ্রয়ান প্রকল্পে উপকার ভোগীদের জীবনযাত্রার মান নির্ণয়ে কমিটি করা হয়েছে। ঘর দেয়ার বিষয়ে টাকা লেনদেন করা হয়েছে এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নাই। আমি এই বিষয়ে অবগত নেই । এমন ঘটনা ঘটলে তদন্ত করে দেখা হবে।
আমার বার্তা/এমই