মাইলস্টোনে আহত-নিহতদের স্মরণে দোয়া মাহফিল করেছে কক্সবাজার প্রেসক্লাব

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ২১:৪৬ | অনলাইন সংস্করণ

  রাশেদুল আলম ,কক্সবাজার প্রতিনিধি(মাল্টিমিডিয়া):

ছবি : প্রতিনিধি

ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজের বিমান দুর্ঘনায় নিহত ও আহত ছাত্র- ছাত্রী এবং শিক্ষকদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছে কক্সবাজার প্রেসক্লাব। 

শনিবার (২৬ জুলাই) বিকেলে প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এবং সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি  মুহাম্মদ মাহবুবুর রহমানের সঞ্চালনায় কক্সবাজার প্রেসক্লাবে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

দোয়া মাহফিলে প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম আমিনুল হক চৌধুরী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের নব নির্বাচিত সভাপতি নুরুল ইসলাম হেলালী,এনটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আইনজীবি এডভোকেট আবু সিদ্দিকী ওসমানী,বাংলা ভিশনের জেলা প্রতিনিধি ও কক্সবাজার টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি এম আর খোকন সহ কক্সবাজারের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। 

দোয়া মাহফিল পরিচালনা করেন কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের খতিব আব্দুল খালেক নিজামী। নিহতদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং পাশাপাশি কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠিতা সদস্যদের জন্যও দোয়া করেছেন  মাহফিলে উপস্থিত জৈষ্ঠ্য সংবাদিক নেতারা।